বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার ছাত্রদল নেতা পারভেজের মেয়ে রিধি বাবাকে জড়িয়ে ধরার আকুতি জানান।
বাবাকে জড়িয়ে ধরতে সন্তানের এ আকুতি শুনে কেঁদে ফেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জায়ান্ট স্ক্রিনে দেখা যায় চশমার ফাঁক দিয়ে বার বার চোখ মুছছেন তিনি।
বিএনপির এ আলোচনা সভায় সারাদেশ থেকে আসা নির্যাতিত ব্যক্তি ও তাদের স্বজনরা কষ্ট ও ভোগান্তির গল্পগুলো তুলে ধরেন। যাদের মধ্যে রিধি একজন।
নির্যাতিত ব্যক্তিরা জানান, স্বজন হারানোর বেদনার সঙ্গে আর্থিক টানাপড়েন, সন্তান আর তার ভবিষ্যতের চিন্তা তাড়িয়ে বেড়াচ্ছে ভুক্তভোগীদের। রাষ্ট্রের কাছে শহীদ পরিবারগুলোর দাবি, বিচারের মুখোমুখি করা হোক নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের।