তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমার আত্মীয়। কারণ এ জেলায় আমার শ্বশুরবাড়ি। এরই মধ্যে এ জেলার মানুষ ভারতীয় আগ্রাসন রুখে দিয়েছেন। মাঝে মাঝেই শেখ হাসিনা বাংলাদেশে টুপ করে ঢুকে পড়তে চায়। সে যদি টুপ করে বাংলাদেশে ঢুকে পড়ে তাকে আম গাছে বেঁধে রাখা হবে। বিচার করা হবে।’
আরো পড়ুন:
আখতার হোসেন বলেন, ‘দিল্লির সরকার দিনে দিনে বিএসএফকে দিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের মানুষ এসব আর মেনে নেবে না। এখন বাংলাদেশের বিরুদ্ধে ভারত, চীন বা আমেরিকা আর আঙুল উঁচিয়ে কথা বলতে পারবে না। এখন নতুন বাংলাদেশে সৃষ্টি হয়েছে।’