তিন দফা দাবিতে ফরিদপুরে জাগপার লিফলেট বিতরণ

জাগপার উদ্যোগে লিফটলেট বিতরণ
এখন জনপদে
রাজনীতি
1

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার, ভারতীয় দূতাবাস ঘেরাওসহ তিন দফা দাবিতে ফরিদপুরে লিফলেট বিতরণ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে এ কর্মসূচি শুরু করেন।

এ সময় রিকশাচালক, দোকানিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন নেতৃবৃন্দ। এসময় ‘দিল্লী না ঢাকা, ঢাকা’, ‘হিন্দি না বাংলা, বাংলা’ সহ ভারতীয় আগ্রাসনবিরোধী স্লোগান দেন তারা।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করেছে দলটি। এ কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের লক্ষ্যে সারাদেশে লিফলেট বিতরণ করা হচ্ছে।

দাবি তিনটির মধ্যে রয়েছে- গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন, পানির ন্যায্য হিস্যা, দেশের অভ্যন্তরীণ বিষয় ও নির্বাচনে হস্তক্ষেপসহ সব বিষয়ে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে।

এছাড়াও জুলাই, পিলখানা, শাপলা চত্বরে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও দোসরদের বিচার করতে হবে। এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার করতে হবে।

লিফলেট বিতরণকালে সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেন, ‘জাগপার তিন দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সারাদেশে কর্মসূচি পালন করছি। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য মানুষকে দাওয়াত করছি। আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে ফরিদপুরের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাই।’

এ সময় সংগঠনটির জেলা শাখার নেতাকর্মীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ