জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সংবিধানের ১৪১ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে বলা হয়েছে, ১৪১ এর ক এর ১ ধারা মতে রাষ্ট্রপতি যদি মনে করেন, দেশে জরুরি-অবস্থা বিদ্যমান রয়েছে, যা যুদ্ধ বা বহিরাক্রমণ কিংবা অভ্যন্তরীণ বিদ্রোহের দ্বারা দেশের কোন অংশের নিরাপত্তার বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন।
তবে এখন থেকে এ বিধান কার্যকর করার পূর্বে মন্ত্রীসভার ও বিরোধী দলীয় নেতার লিখিত অনুমোদনের প্রয়োজন হবে বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।