‘জাতীয় সমাবেশ ঘিরে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থায় প্রস্তুত জামায়াত’

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতি
0

আসন্ন ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের।

আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘জাতীয় সমাবেশ সফলভাবে আয়োজনে দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; দু’পক্ষ থেকেই প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আমাদের সর্বাত্মক সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন।’

সমাবেশস্থলে ট্রাফিক ও মাঠ ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে জুবায়ের বলেন, ‘জনদুর্ভোগ যেন না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। সমাবেশকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়েও আমরা আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের অস্থিতিশীলতার আশঙ্কা নেই। আমরা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সমাবেশ সফল করতে কাজ করছি।’

এনএইচ