আজ (বুধবার, ১৬ জুলাই) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধা প্রদর্শনের আগে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। সকাল থেকেই শহিদদের শ্রদ্ধা জানাতে জড়ো হতে থাকে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা।
এসময় জুলাই আন্দোলনে নিহত আর আহতদের নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দ্রুত গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানোর পাশাপাশি জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি।
এছাড়াও প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করার আহ্বানও জানান বক্তারা। এসময় শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা।