বিমান বিধ্বস্ত: নিহতদের স্মরণে এনসিপির দেশব্যাপী দোয়া ও প্রার্থনা আয়োজন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
রাজনীতি
0

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় সারা দেশে দোয়া ও প্রার্থনার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ (মঙ্গলবার, ২২ জুলাই) বাদ আসর মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় এই কর্মসূচি পালনের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি।

দলের যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরার মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় এনসিপির সারাদেশের নেতাকর্মীদের আজ বাদ আসর দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

এনএইচ