শাহবাগে ছাত্রসমাবেশ: ছাত্রদলের ধন্যবাদ জ্ঞাপন ও দুঃখ প্রকাশ

ছাত্রদল
রাজনীতি
0

ছাত্র সমাবেশের কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে সমাবেশের কারণে নগরবাসীর ভোগান্তির জন্য দুঃখ প্রকাশও করেছে ছাত্রদল। আজ (রোববার, ৩ আগস্ট) এ বার্তা জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ মোড়ে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশের কর্মসূচি অত্যন্ত সফল ও স্বার্থকভাবে পালিত হয়েছে। এ সমাবেশে সারাদেশের নানা প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন, ওয়ার্ড ইউনিটের জাতীয়তাবাদী ছাত্রদলের লাখো নেতাকর্মী যারা অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিটিকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি |ছবি: ছাত্রদলের ফেসবুক পেজ

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আপনারা আবারও প্রমাণ করেছেন, তৃণমূলই জাতীয়তাবাদী ছাত্রদলের চালিকাশক্তি, এ সংগঠনের প্রাণ। তৃণমূলের আত্মত্যাগ, আন্তরিকতা, সক্রিয়তা ও আদর্শের প্রতি নিবেদনের ওপরেই জাতীয়তাবাদী ছাত্রদলের চার দশকেরও বেশি সময় ধরে স্বমহিমায় শক্তিশালী পথচলা অব্যাহত আছে। একই সঙ্গে এ সমাবেশকে সফল করতে শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত নেতারা, মেডিকেল টিম, জরুরি যানবাহন সেবা-অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতকরণ টিমসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

নগরবাসীর ভোগান্তির কথা উল্লেখ করে বলা হয়, ‘আমরা এর আগেও সম্ভাব্য জনভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছিলাম। আমরা আজ আবারও তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আমরা কর্মদিবসের জনভোগান্তির বিষয় সম্পর্কে অধিকতর সচেতন থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।’

এসএইচ