‘গত ১৫ বছরে তৈরি হওয়া ফ্যাসিবাদী ফ্রেমিং বর্তমান সময়ের রাজনীতিবিদরা ভাঙতে চাচ্ছে না’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
এখন জনপদে
রাজনীতি
0

গত ১৫ বছরে তৈরি হওয়া ফ্যাসিবাদী ফ্রেমিং বর্তমান সময়ের রাজনীতিবিদরা ভাঙতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এসময় জুলাইয়ের চেতনাকে ধারণ করে গত ১ বছরে যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল তা হয়নি বলেও জানান তিনি।

আজ (শনিবার, ১৬ আগস্ট) সকালে ইসলামি ছাত্রশিবিরের আয়োজনে রংপুরের ছয় শতাধিক এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘গত ১৫ বছরে তৈরি হওয়া ফ্যাসিবাদী ফ্রেমিং বর্তমান সময়ের রাজনীতিবিদরা ভাঙতে চাচ্ছে না।’ বক্তব্যে বর্তমান রাজনীতিবিদরা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায় কি-না সে প্রশ্নও তোলেন জাহিদুল ইসলাম। বিষয়ে সংশয় প্রকাশ করে শিবির সভাপতি বলেন, ‘জুলাই শহিদ পরিবারের সদস্যরা নির্বাচনের আগে গণহত্যার বিচার চায়।’

শহীদ ও আহতদের চাওয়াকে উপেক্ষা করে অতিমাত্রায় ক্ষমতালোভী হওয়াটাকে তারা সমর্থন করেন না বলেও জানান জাহিদুল ইসলাম।

জুলাই ঘোষণাপত্রে প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। মিডিয়াকর্মী, অনলাইন অ্যাক্টিভিস্ট, রেমিট্যান্স যোদ্ধাদের কথা উল্লেখ না থাকায় ক্ষোভ জানান তিনি।’ অনুষ্ঠানে রংপুর মহানগর ও জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেজু