তিনি বলেন, ‘কালো টাকা আর পেশিশক্তি যাদের ভরসা, তারাই পিআর পদ্ধতি চায় না।’ এ সময় বিএনপি ছাড়া সব রাজনৈতিক দলগুলোর এক মঞ্চে আসার ইঙ্গিত দেন তিনি।
তাহের বলেন, ‘গণতন্ত্র মানে না যারা, তারাই ফ্যাসিবাদের পক্ষপাতী।’ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি।
জুলাই ঘোষণাপত্র জনগণ মানেনি উল্লেখ করে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে।’