রাশেদ খান বলেন, ‘মিথ্যা আশ্বাস না দিয়ে হামলার ঘটনায় আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে সরকারকে।’ এ সময় তিনি হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান।
এছাড়া হামলাকারীরাদের চিহ্নিত করে দ্রুত বাহিনী থেকে চাকরিচ্যুত করার দাবি জানান।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমরা মব সৃষ্টি করে জাতীয় পার্টির অফিসে যাইনি, বরং নিজেদের অফিসের সামনেই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম।’
এ হামলার বিচার না করলে জনগণ সরকারের বিচার করবে বলেও মন্তব্য করে তিনি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে নতুনভাবে সাজাতে পুলিশ সংস্কার এবং প্রতিরক্ষার সংস্কারের দাবিও জানানো হয়।
আরও পড়ুন:
গতকাল কাকরাইলে গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (জাপা) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখান থেকে নুরকে চিকিৎসার জন্য প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১২টার দিকে অবস্থান অবনতি হলে নুরকে নেয়া হয় ঢামেকের আইসিইউতে।
সবশেষ আজ দুপুরে দলটির উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে কিন্তু এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন।
আবু হানিফ বলেন, ‘নুরের জ্ঞান ফিরেছে কিন্তু এখনও শঙ্কামুক্ত নয়। মাথায় রক্তক্ষরণ হয়েছে। জাতীয় পার্টি নয়, আইনশৃঙ্খলা বাহিনী নুরের ওপর হামলা করেছে। জাতীয় পার্টির বিরুদ্ধে কর্মসূচি না দেয়ার নির্দেশনা দিয়ে ফোন আসে।’