আজ (রোববার, ৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বালুর মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ‘এবারের নির্বাচন হবে সবচেয়ে আনন্দের নির্বাচন। এবারের নির্বাচন হবে ১৭ কোটি মানুষের নির্বাচন। এবারের নির্বাচন হবে বিএনপির নির্বাচন। আমাদের দলের চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিয়নের নেতাকর্মীদের নামে শত-শত মিথ্যা মামলা এ ১৭ বছর আমরা দেখেছি। এ ১৭ বছর আদালতের বারান্দায় বারান্দায় আমাদের হাঁটতে হয়েছে। কারও জীবনে কোনো শান্তি ছিল না। কিন্তু আমরা একদিনের জন্যও দলের আদর্শের বাইরে যাইনি। এক মুহূর্তের জন্যও সরকারের সঙ্গে আপোষ করিনি।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘পিআর জিনিসটা কি কেউ জানে না। কিন্তু কোনো কোনো দল আবদার করছে পিআর ছাড়া নাকি তারা ভোট করবে না। সম্ভবত তারা বুঝতে পেরেছে ভোটে দাঁড়ালে ১০ আসনও আসবে না। সুতরাং ভোট বানচাল করতে হবে। ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সে ব্যবস্থা করতে হবে। দলের প্রতি দেশের প্রতি আমাদের দায়িত্ব বাংলাদেশের আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য আজকে থেকেই আমাদের কাজ করতে হবে।’
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘কেউ বলছে পিআর ছাড়া নির্বাচন করব না, কেউ বলছে সংস্কার-বিচার ছাড়া নির্বাচন করব না। বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বিএনপি। বিচারের কথা বিএনপির মনের কথা। কারণ বিএনপির মত এতো নির্যাতন এতো জুলুম এতো অত্যাচার আর কোনো দলের ওপর হয়েছে? আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না।’
শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে জনসভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।