ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন: শিবির সভাপতি জাহিদুল

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
রাজনীতি
0

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ঢাবির মতো জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাকসুতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণার পর নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুকে পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান।

জাহিদুল ইসলাম শিবিরের বিজয়ের প্রতিক্রিয়া তিনি লেখেন, ‘যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেয়া ছিল হত্যাযোগ্য। এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো।’

আরও পড়ুন:

তিনি লেখেন, কারও প্রতি আমাদের কোনো অনুযোগ ও বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।

গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ বলেও জানান তিনি।

এদিকে আজ জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের আব্দুর রশিদ জিতু। নির্বাচনে তিনি ৩ হাজার ৩৩৪টি ভোট পেয়েছেন।

জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রশিবির প্যানেল সমর্থিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম ও এজিএস পদে (পুরুষ) ছাত্রশিবির প্যানেলের ফেরদৌস আল হাসান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে মাজহারুল পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট আর ফেরদৌস ভোট পেয়েছেন ২ হাজার ৩৫৮টি।

সেজু