আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেলে নুরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।
একইসঙ্গে অপরাধীদের আইনের আওতায় না আনার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন দলটির নেতারা। জানান, গতকাল নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
আরও পড়ুন:
নুরকে বিদেশে উন্নত চিকিৎসা ঘোষণা দিয়েও সরকার তালবাহানা করছে মন্তব্য করে, সরকারের এ ঘোষণাকে প্রত্যাখ্যান করেন দলটির নেতারা।
তারা জানান, প্রয়োজনে দল এবং পরিবারের পক্ষ থেকেই তাকে বিদেশে চিকিৎসা নিতে পাঠানো হবে।