এরমধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিবের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ড. রেদোয়ান আহমেদ। তাকে কুমিল্লা-৭ আসনের জন্য মনোনীত করেছে বিএনপি। ঢাকা-১৩ আসনে বিএনপির সমর্থন পেয়েছেন ববি হাজ্জাজ। তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) চেয়ারম্যান। তবে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।
আরও পড়ুন:
এছাড়া, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দিয়েছে বিএনপি। এছাড়া নড়াইল-২ এ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকীকে সমর্থন দেবে বিএনপি।





