কুমিল্লায় কুমারী পূজা ও অঞ্জলির মধ্য দিয়ে মহাঅষ্টমী উদযাপন

কুমিল্লা
কুমিল্লায় মহাঅষ্টমীতে নিরাপত্তায় সর্বাত্মক তৎপরতা
এখন জনপদে
ধর্ম ও বিশ্বাস
0

কুমারী পূজা, অঞ্জলি প্রদান ও সন্ধিপূজার মধ্য দিয়ে কুমিল্লায় মহাঅষ্টমী উদযাপন করেছে ভক্তকূল। দুর্গাপূজার অন্যতম প্রধান ও শাস্ত্রীয় আচার-অনুষ্ঠানের দিন হিসেবে মহাঅষ্টমীতে পুরোহিতের মন্ত্রোচ্চারণে দেবীর আবাহনের মাধ্যমে পূজা শুরু হয়। ধূপ-দীপ, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ ও মন্দির প্রাঙ্গণ।

ষষ্ঠী ও সপ্তমীর মতো মহাঅষ্টমীও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার ৮১২টি পূজামণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

আরও পড়ুন:

এদিন কুমিল্লার সীমান্ত উপজেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে বিজিবি। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম কেন্দ্রীয় কালী মন্দিরের পূজার কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

তিনি বলেন, ‘কুমিল্লা সীমান্তবর্তী মণ্ডপ ও মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক নিরাপত্তা দিয়ে যাচ্ছে। পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ, ভারতে ইলিশ পাচার রোধসহ দুর্গোৎসব ঘিরে যেকোনো অপরাধ দমনে কাজ করছে বিজিবি।’

এসএস