ঘাসগুলো মসৃণভাবে ছাঁটা। দুপুরের রোদ মাঠজুড়ে ছড়িয়ে দেয় সোনালি আভা। ইউরোপিয়ান ধাঁচের গ্যালারি, ভিআইপি বক্স থেকে শুরু করে প্রেসবক্স, সবখানেই আধুনিকতার ছোঁয়া। দেশের ফুটবলের আঁতুড়ঘর হিসেবে পরিচিত জাতীয় স্টেডিয়ামের নতুন চেহারা নজর কাড়বে যে কারও।
দীর্ঘদিন খেলার বাইরে আছে মাঠটি। স্টেডিয়ামটিকে সংস্কার করতে লেগে গেছে প্রায় চার বছর। তবে আবারও খেলোয়াড়-দর্শকদের অংশগ্রহণে জাতীয় স্টেডিয়ামে প্রাণ ফেরাতে চান সংশ্লিষ্টরা। তাই তো কাজের অগ্রগতি দেখতে মাঠে হাজির বাফুফে ও এনএসসির কর্তারা।
মাঠ থেকে শুরু করে ড্রেসিংরুম- ফুটবলের অভিভাবক সংস্থার কর্তারা ঘুরে দেখলেন সবই। সন্তুষ্টি নিয়ে জানালেন মাঠে খেলা ফেরার সময়।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, '১০ জুনের জন্য বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি ফিক্সড। আমরা চেষ্টা করবো জুনের ৫ বা ৬ তারিখে একটা ফ্রেন্ডলি ম্যাচ করতে। আশা করি জাতীয় স্টেডিয়ামেই হবে।'
তবে এখনও পুরোপুরি শেষ হয়নি সংস্কার কাজ। ক্যানোপি লাইট, ম্যাচ কমিশনার রুমসহ বেশ কিছু কাজ এখনও বাকি। দ্রুততম সময়ে সেসবও শেষ হবে বলে প্রত্যাশা বাফুফের।
মাঠের ঘাস নিয়েও আছে অসঙ্গতি। বাফুফে কর্তার আশ্বাস, নতুন কমিটি সেসবও সমাধান করবে।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, 'ঘাসের কাজ, ম্যাচ কমিশনারের কাজ করা হবে। কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকলে সেটা আমরা করবো, ইনশাআল্লাহ।'
২০২১ সালে সংস্কার কাজ শুরু হওয়ার পর প্রায় চার বছর ফুটবল থেকে নির্বাসিত জাতীয় স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা চৌধুরীদের ম্যাচের মাধ্যমে আবারও ফুটবল ফিরবে তার আপন ঘরে।