পিএসজির জয়জয়কার ও দেম্বেলের রাজত্ব (FIFA The Best 2025 Winner)
২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনা করে এই পুরস্কার প্রদান করা হয়। এই সময়ে পিএসজির (PSG) হয়ে প্রথমবার ইউরোপ চ্যাম্পিয়নসহ মোট চারটি শিরোপা জিতেছেন দেম্বেলে। পুরো মৌসুমে তার নামের পাশে ছিল ৩৫টি গোল (35 Goals)।
আরও পড়ুন:
দেম্বেলের এই সাফল্যের নেপথ্য কারিগর পিএসজি বস লুইস এনরিকে (Luis Enrique) জিতেছেন ফিফা বর্ষসেরা পুরুষ কোচ (The Best FIFA Men's Coach)-এর সম্মান। আর পোস্টের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ইতালির জিয়ানলুইজি দোনারুমা (Gianluigi Donnarumma) জিতে নিয়েছেন সেরা গোলরক্ষকের (The Best FIFA Men's Goalkeeper) পুরস্কার।
বোনমাতির হ্যাটট্রিক ও নারী ফুটবলের ফলাফল
নারী ফুটবল বিভাগে নিজের আধিপত্য বজায় রেখেছেন বার্সেলোনা ও স্পেনের মিডফিল্ডার আইতানা বোনমাতি (Aitana Bonmati)। টানা তৃতীয়বারের মতো তিনি ফিফা দ্য বেস্ট নারী খেলোয়াড় (The Best FIFA Women's Player) নির্বাচিত হয়ে অনন্য এক ইতিহাস গড়লেন।
ফিফা বর্ষসেরা একাদশ (FIFA FIFPRO Men's World 11)
এবারের সেরা একাদশেও ছিল ফরাসি ক্লাব পিএসজির জয়জয়কার। দেম্বেলেসহ ক্লাবের মোট ছয়জন ফুটবলার (6 Players from PSG) জায়গা করে নিয়েছেন বর্ষসেরা একাদশে। এছাড়া বার্সেলোনা (Barcelona) থেকে দুজন এবং রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে একজন ফুটবলার এই তালিকায় স্থান পেয়েছেন।
এক নজরে ফিফা দ্য বেস্ট ২০২৫: কার হাতে উঠল কোন পুরস্কার? (FIFA The Best 2025 Winners List)
কাতারের দোহায় আয়োজিত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হলো ২০২৫ সালের ফুটবল বিশ্বের সেরাদের নাম। পিএসজি (PSG) ও বার্সেলোনার (Barcelona) আধিপত্যের এই আসরে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হলো:
সেরা খেলোয়াড় ও কোচ (Best Players and Coaches)
শ্রেণী (Category) সেরা খেলোয়াড় / কোচ (Best Player / Coach) অবস্থান (Details) বর্সসেরা পুরুষ ফুটবলার (The Best FIFA Men's Player) উসমান দেম্বেলে (Ousmane Dembele) পিএসজি ও ফ্রান্স বর্সসেরা নারী ফুটবলার (The Best FIFA Women's Player) আইতানা বোনমাতি (Aitana Bonmati) বার্সেলোনা ও স্পেন বর্সসেরা পুরুষ কোচ (The Best FIFA Men's Coach) লুইস এনরিকে (Luis Enrique) পিএসজি বর্সসেরা নারী কোচ (The Best FIFA Women's Coach) সারিনা ভিয়েগমান (Sarina Wiegman) ইংল্যান্ড
আরও পড়ুন:
সেরা গোলকিপার (Best Goalkeepers)
শ্রেণী (Category) সেরা গোলকিপার (Best Goalkeeper) অবস্থান (Details) বর্ষসেরা পুরুষ গোলকিপার (The Best FIFA Men's Goalkeeper) জিয়ানলুইজি দোনারুমা (Gianluigi Donnarumma) পিএসজি ও ইতালি বর্ষসেরা নারী গোলকিপার (The Best FIFA Women's Goalkeeper) হান্না হ্যাম্পটন (Hannah Hampton) চেলসি ও ইংল্যান্ড
সেরা গোল ও বিশেষ সম্মাননা (Special Awards)
পুরস্কার (Award) বিজয় (Winner) পুসকাস অ্যাওয়ার্ড (FIFA Puskas Award - Best Men's Goal) সান্তিয়াগো মন্তিয়েল (Santiago Montiel) মার্তা অ্যাওয়ার্ড (FIFA Marta Award - Best Women's Goal) লিজবেথ ওভালে (Lizbeth Ovalle) ফিফা ফ্যান অ্যাওয়ার্ড (FIFA Fan Award) জাখো এসসির ভক্তরা (Zakho SC Fans) ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড (FIFA Fair Play Award) ড. হারলাস নিউকিং (Dr. Harlass Neuking, SSV Jahn Regensburg)
ফিফা বর্ষসেরা একাদশ ২০২৫: পিএসজি-র জয়জয়কার, পেদ্রি-ইয়ামালদের দাপট (FIFA FIFPRO Men's World 11)
কাতারের দোহায় অনুষ্ঠিত 'দ্য বেস্ট' ফিফা অ্যাওয়ার্ডসে ঘোষণা করা হয়েছে বিশ্বসেরা পুরুষ একাদশ। ফুটবলারদের নিজেদের ভোটে নির্বাচিত এই একাদশে আধিপত্য দেখিয়েছে ফরাসি ক্লাব পিএসজি (PSG)। এক নজরে দেখে নিন ২০২৫ সালের সেরা একাদশে জায়গা পেলেন যারা:
পদবী (Position) নাম (Name) দল (Club) দেশ (Country) গোলরক্ষক (Goalkeeper) জিয়ানলুইজি দোনারুমা (Gianluigi Donnarumma) পিএসজি ইতালি ডিফেন্ডার (Defenders) আশরাফ হাকিমি (Achraf Hakimi) পিএসজি ও মরক্কো মরক্কো উইলিয়ান পাচো (Willian Pacho) পিএসজি ও ইকুয়েডর ইকুয়েডর ভার্জিল ফন ডাইক (Virgil van Dijk) লিভারপুল নেদারল্যান্ডস নুনো মেন্ডেস (Nuno Mendes) পিএসজি পর্তুগাল মধ্যমাঠ (Midfielders) কোল পালমার (Cole Palmer) চেলসি ইংল্যান্ড ভিতিনহা (Vitinha) পিএসজি পর্তুগাল পেদ্রি (Pedri) বার্সেলোনা স্পেন জুড বেলিংহাম (Jude Bellingham) রিয়াল মাদ্রিদ ইংল্যান্ড আক্রমণভাগ (Forwards) উসমান দেম্বেলে (Ousmane Dembele) পিএসজি ফ্রান্স লামিনে ইয়ামাল (Lamine Yamal) বার্সেলোনা স্পেন
আরও পড়ুন:
ফিফা নারী বর্ষসেরা একাদশ ২০২৫: বার্সেলোনার দাপট, একাদশে বোনমাতি-পুতেলাসরা (FIFA FIFPRO Women's World 11)
দোহা, কাতার: ফুটবল বিশ্বের পেশাদার খেলোয়াড়দের ভোটে নির্বাচিত ২০২৫ সালের ফিফা ফিফপ্রো নারী বর্ষসেরা একাদশ (FIFA FIFPRO Women's World 11) ঘোষণা করা হয়েছে। এবারের একাদশে চ্যাম্পিয়ন বার্সেলোনা এবং ইংল্যান্ডের ক্লাবগুলোর জয়জয়কার দেখা গেছে। এক নজরে দেখে নিন বিশ্বসেরা নারী একাদশে জায়গা পেলেন যারা:
পদবী (Position) নাম (Name) দল (Club) দেশ (Country) গোলকিপার (Goalkeeper) হান্না হ্যাম্পটন (Hannah Hampton) চেলসি ইংল্যান্ড ডিফেন্ডার (Defenders) ওনা বাতলে (Ona Batlle) বার্সেলোনা স্পেন আইরিন পারেদেস (Irene Paredes) বার্সেলোনা স্পেন লিয়া উইলিয়ামসন (Leah Williamson) আর্সেনাল ইংল্যান্ড লুসি ব্রোঞ্জ (Lucy Bronze) চেলসি ইংল্যান্ড মধ্যমাঠ (Midfielders) ক্লাউদিয়া পিনা (Clàudia Pina) বার্সেলোনা স্পেন পাত্রি গুইজারো (Patri Guijarro) বার্সেলোনা স্পেন আইতানা বোনমাতি (Aitana Bonmatí) বার্সেলোনা স্পেন আক্রমণভাগ (Forwards) অ্যালেক্সিয়া পুতেলাস (Alexia Putellas) বার্সেলোনা স্পেন আলেসিয়া রুসো (Alessia Russo) আর্সেনাল ইংল্যান্ড মারিওনা কালদেনতি (Mariona Caldentey) আর্সেনাল স্পেন
আরও পড়ুন:
কাতারের দোহায় আয়োজিত ২০২৫ সালের দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস (The Best FIFA Football Awards) ফুটবল ইতিহাসের পাতায় একটি নতুন অধ্যায় যোগ করল। দীর্ঘ সময় পর মেসি-রোনালদো যুগের ছায়া থেকে বেরিয়ে উসমান দেম্বেলে (Ousmane Dembele) ও আইতানা বোনমাতিদের (Aitana Bonmati) মতো তারকাদের হাতে শ্রেষ্ঠত্বের মুকুট ওঠা প্রমাণ করে যে, বিশ্ব ফুটবলে এক নতুন প্রজন্মের রাজত্ব শুরু হয়েছে। বিশেষ করে ফরাসি ক্লাব পিএসজি (PSG) এবং স্প্যানিশ ক্লাব বার্সেলোনা (Barcelona) যেভাবে পুরুষ ও নারী ফুটবলে আধিপত্য বিস্তার করেছে, তা ক্লাব ফুটবলের ভবিষ্যৎ গতিপথকে স্পষ্ট করে দিল। দোহায় আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল পুরস্কার বিতরণী নয়, বরং সারা বিশ্বের ফুটবলারদের কঠোর পরিশ্রম ও ক্রীড়া নৈপুণ্যের এক মহোৎসব হিসেবে শেষ হলো। পরবর্তী বছরের লড়াইয়ে কে শ্রেষ্ঠ হবেন, তা জানতে এখন থেকেই ফুটবল বিশ্বের নজর থাকবে ২০২৬ সালের মাঠের পারফরম্যান্সের দিকে। ফুটবলপ্রেমীদের জন্য দোহা থেকে বিদায় নিলেও, সেরাদের এই অর্জন আগামীর তরুণ প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।





