বাফুফেতে নারী ফুটবলারদের ঈদ উদযাপন; খোঁজ নেয়নি ফেডারেশন কর্তারা

বাফুফেতে ঈদ পালন নারী ফুটবলারদের
এখন মাঠে
0

দেশে থেকেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করার সুযোগ পাননি বাংলাদেশ দলের নারী ফুটবলাররা। এমনকি খোঁজ নেয়নি ফুটবল ফেডারেশন কর্তারাও। দেরি হলেও নৈশভোজের আমন্ত্রণে সেই কষ্ট কিছুটা লাঘব করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। নারীদের আশা, এই ত্যাগের ফল এশিয়ান কাপের মূলপর্বে খেলেই পাবেন তারা।

কেউ ছবি তুলছেন কেউ আবার তুলে দিচ্ছেন সতীর্থের। এভাবেই পরিবার ছাড়া বাফুফের ক্যাম্পে ঈদ কাটানোয় কষ্ট কমানোর উপায় খুঁজছেন নারী ফুটবলাররা।

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে পার করতে হবে কঠিন চ্যালেঞ্জ। মিয়ানমারে এএফসির এশিয়ান কাপ বাছাইপর্বে লড়াইয়ে নামবে বাংলাদেশের নারী ফুটবলাররা। যে কারণে নিজেদের পারফরম্যান্সে বাংলাদেশের জার্সিকে উজ্জ্বল করতে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন ত্যাগ করেছেন সাগরিকা, তহুরারা।

তারা জানান, দুই দিনের ছুটি দিয়েছিল। কয়েকজন বাড়িতে গিয়েছে আর আমরা বাকিরা রয়ে গেছি। এটাও একটা পরিবার। তবে মায়ের হাতের রান্না, ঈদের সালামি এইসব মিস করেছি।

বাফুফেতে একা একাই ঈদের দিন কাটিয়েছেন নারী ফুটবলাররা। বাফুফের কোনো কর্মকর্তা তো নয়ই এমনকি দেখা করতে আসেননি নারীদের দায়িত্বে থাকা মাহফুজা আক্তার কিরণও। তবে সব কষ্টই যেন চাপা পড়েছে ঈদের দ্বিতীয় দিন বাফুফে বসের নৈশভোজের আমন্ত্রণে।

নারী ফুটবলাররা জানান, নৈশভোজের আমন্ত্রণে আমরা সবাই খুশি। যেহেতু এখানে সবাই বাবা মা ছাড়া ঈদ করছে, আমরা সবাই একসাথে হবো, খাওয়া-দাওয়া করবো। এটা একটা আনন্দ।

প্রমিলা ফুটবলারদের আশা, এই ত্যাগের স্বার্থকতা মিলবে এশিয়ান কাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ পেরিয়ে মূল পর্বে খেলার কৃতিত্ব অর্জনে।

ইএ