সময় যত ঘনিয়ে আসছে উত্তেজনার পারদ ততই বাড়ছে। বাংলাদেশ-সিঙ্গাপুরের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে সর্বোচ্চ নিরাপত্তা দিতে বদ্ধপরিকর বাফুফে।
৪৮ ঘন্টারও কম সময় আছে ম্যাচের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে। নিরাপত্তা জোরদারে ম্যাচ ভেন্যু জাতীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অধীনে পরিচালিত হলো সোয়াট টিমের মহড়া। সঙ্গে ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়কারী দলও থাকবে দেশের ফুটবলের আলোচিত ম্যাচে।
মতিঝিল জোনের ডিসি শাহরিয়ার আলি বলেন, ‘আইনগত যেটা সর্বোচ্চ ব্যবস্থা সেটাই আমরা নিব তাদের বিরুদ্ধে। এটা আন্তর্জাতিক ম্যাচ, এরকম করলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। আমরা তিনটার আগেই গেইট খুলে দিব এরকমই প্লান আমাদের।’
আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখে সন্তুষ্ট বাফুফে। তাজওয়ার আউয়াল জানিয়েছেন, ম্যাচের ভেতর কোনো দর্শক ঢুকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। তবে ম্যাচের একদিন আগে অনেক আয়োজন নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাফুফে। এলোমেলো পরিকল্পনায় ফুটবল আবহ তৈরির বিশেষ আয়োজন শেষ সময়ে বাতিল হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তাজওয়ার।
বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার বলেন, ‘যেই সাপোর্ট দেয়ার সেটা তারা দিচ্ছে। আজকের মহড়ার পরে আমরা স্টেডিয়াম বন্ধ করে দিব। এবার যদি ফ্লেয়ারস হয় তবে এটা বিস্ফোরক মামলা হবে। এটা একটা বিস্ফোরক ইস্যু। আকাশের অবস্থার জন্য আমরা এখনো স্কাইডাইভের অনুমতি পাইনি। এটা একটা রিস্কি এড়িয়া হয়ে যায়।’
সব আয়োজন সম্পন্ন করে দর্শকরা যেন সুন্দর একটি ম্যাচ উপভোগ করতে পারে সেই চেষ্টা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।