ক্রিকেটের মাঠের খেলায় সাম্প্রতিক সময়টা ভুলে যাওয়ার মতোই কাটিয়েছে টিম বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট, আরব আমিরাত ও পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে লজ্জাজনক হার, সব ফরম্যাটেই হারের বৃত্তে টাইগাররা।
শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল। আর এই সফর দিয়েই নতুন করে শুরুর প্রত্যাশা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত'র।
তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি। তাই আশা করবো এবারও ভালো কিছু হবে। নতুনভাবে আমাদের আবার টেস্ট সার্কেল শুরু হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে ওয়ানডে খেলবো অনেকদিন পর। আমি বিশ্বাস করি দলটা কামব্যাক করতে পারবে।’
দল নিয়ে সন্তুষ্ট অধিনায়ক শান্ত। প্রস্তুতি নিয়ে কিছুটা ঘাটতি থাকলেও এর অজুহাত দিতে চাননা তিনি। তিনি বলেন, ‘দল নিয়ে আমি খুশি। দলে আমি যাদের চেয়েছিলাম তাদের শতভাগ পেয়েছি। ইবাদত আবার ব্যাক করেছে বাংলাদেশ টিমে। সুযোগ থাকলে খেলবে আবার। প্রস্তুতি মোটামুটি ভালো হয়েছে। তবে আরও ভালো হতে পারতো।’
এরই মধ্যে টেস্ট যুগে পদার্পণের রজতজয়ন্তী হয়েছে টিম বাংলাদেশের। এরপরও ছোট ছোট লক্ষ্যেই আটকে আছে দলের পরিকল্পনা। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রেও বড় কোন স্বপ্ন দেখাতে পারলেন না লাল-সবুজ অধিনায়ক।
শান্ত বলেন, ‘এতদূরে যদি এখনই চিন্তা করি তাহলে তা হবে বোকামি। যদি আমরা একটু একটু করে আগাতে পারি তাহলে খুবই ভালো। আমাদের টার্গেট থাকবে গতবারের চেয়ে বেশি ম্যাচ জেতা।’
দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শুক্রবার শ্রীলঙ্কার উদ্দেশ্য দেশ ছাড়বে বাংলাদেশ দল।