বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট সবখানেই নিয়মিত নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তবে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের নেতৃত্ব পেতে অপেক্ষা করতে হলো প্রায় ৯ বছর। তাও এমন এক সময়, যখন প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও ধুঁকছে তারা।
মেহেদী হাসান মিরাজ বলেন, ‘বেশি লম্বা সময় দায়িত্বে থাকলে ভিশন ভালো থাকে। যেহেতু সামনে বিশ্বকাপ, এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। দল এখন স্ট্রাগলিং পিরিয়ডে আছে। একটা বছর আমরা আগে দলটা দাঁড় করাই। তারপর হয়ত আমাদের পরবর্তীতে পদক্ষেপের বিষয়ে জানাতে পারবো।’
তবে হঠাৎ শান্তর অপসারণে ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন উঠছে, আবারো কি ড্রেসিংরুমে তৈরি হবে গুমোট পরিবেশ?
আরো পড়ুন
এ বিষয়ে মেহেদী হাসান মিরাজের ভাষ্য, ‘শান্ত আর আমি আন্ডার-১৫ থেকে একসঙ্গে খেলছি। ক্যাপ্টেন বিষয় না, আমরা দেশের জন্য খেলি। আমাদের ভেতরে এসব বিষয় কখনো কাজ করবে না। যখন শান্ত অধিনায়ক ছিলো, তখন আমি অনেক সাহায্য করেছি। আশা করি শান্তও আমাকে সাহায্য করবে। আমরা বাংলাদেশের হয়ে কাজ করবো। আমরা বাংলাদেশকে একটি ভালো জায়গায় দাঁড় করাতে চাই।’
সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর এবারই প্রথম ওয়ানডে সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। মিরাজ বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জেতা। যেহেতু আমরা অনেকদিন পর ওডিআই খেলছি, প্রথম ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গত বছর আমরা ওডিআই ম্যাচ খুব একটা খেলিনি। তাই এবছর এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বৃহস্পতি ও শুক্রবার দুই ভাগে দেশ ছেড়েছে টাইগাররা। ১৭ জুন মাঠে গড়াবে প্রথম টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২ জুলাই।