নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে পুরোটা সময় হাস্যোজ্জ্বল তাসকিন আহমেদ। হবে নাই-বা কেন। চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের লড়াই শুরু মে থেকে। তবে গেলো বছর থেকে গোড়ালির চোটে ভুগতে থাকা তাসকিন দল থেকে ছিলেন অনেকটা দূরে। এমনকি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বিদেশের মাটিতে খেলতে পারেননি সিরিজ। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ফিরলেও দেখাতে পারেননি কোনো কারিশমা।
আরও পড়ুন:
তবে ঘরের মাটিতে পাকিস্তান সিরিজ থেকে ধীরে ধীরে ছন্দের খোঁজে তাসিকন আহমেদ। দু’ম্যাচে নেন ছয়টি উইকেট। তবুও ছিলো না পুরোপুরি আত্মতুষ্টি। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে রুদ্র মূর্তিতে নিজেকে প্রকাশ করেছেন এ ডানহাতি পেসার। নিজের প্রথম ডেলিভারিতে ডাচদের প্রথম উইকেট শিকার। এরপর একটু বিরতি নিয়ে আবারও প্রথম বলেই উইকেট। আরও দুটি উইকেট নিয়ে শেষ পর্যন্ত জিতেছেন ম্যাচ সেরার খেতাব।
এদিকে সতীর্থদের নিয়ে কথা বলতে ভুলেননি তাসকিন। প্রায় দু’বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেও বল ব্যাট সবখানেই নজর কেড়েছেন সাইফ হাসান। তার পাশাপাশি গেলো সিরিজে একেবারে হতাশ করা ব্যাটিং করা অধিনায়কের ব্যাটে রানের ঝড়ের প্রশংসা করেন এ পেসার।
বাংলাদেশ দলের দাপুটে পারফরম্যান্সই নিজেদের হারের কারণ বলেন প্রতিপক্ষ দলের কোচ রায়ান কুক। বিশেষ করে তাসকিন আহমেদের সেরা স্পেইল আর লিটন দাসের ব্যাট হাতে তান্ডব।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হোয়াটওয়াশ করার পথে এগিয়ে যাওয়ার সুযোগ অন্যদিকে ডাচদের সিরিজে টিকে থাকা হাতছানি।