ইএফএল: কার্ডিফকে হারিয়ে সেমিফাইনালে চেলসি

চেলসির খেলোয়াড়দের উদযাপন
এখন মাঠে
0

ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কাপের ম্যাচে কার্ডিফ সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে চেলসি। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি ও ব্রেন্টফোর্ড ম্যাচের জয়ী দল।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরু থেকেই দুই দল উপহার দিয়েছিল আক্রমণাত্মক ফুটবল। তবে চেলসি গোল করার মতো সুযোগ পেয়েছিল বেশি। যদিও সেই সুযোগগুলো কাজে লাগানো হয়নি তাদের।

আরও পড়ুন:

বিপরীতে কার্ডিফ খেলেছে কাউন্টার অ্যাটাকের ফুটবল। দুই দলের ফিনিশিং দুর্বলতার সুবাদে প্রথমার্ধে ছিল গোলশূন্যের সমতা। দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে গোলের খাতা খোলেন আলেহান্দ্রো গার্নাচো।

৫৭ মিনিটে তার ওই গোল অবশ্য ৭৫ মিনিটেই ফিরিয়ে দেয় কার্ডিফ, গোল করেন টার্নবুল। পেদ্রো নেতো ৮২ মিনিটে চেলসিকে ফের এগিয়ে দেন। আর ৯৩ মিনিটে গার্নাচো নিজের দ্বিতীয় গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।

এসএইচ