দুইদিনের বিরতির পর শুরু বিপিএল

ক্রিকেট
এখন মাঠে
0

বিপিএল-এর দশম আসরে সিলেট পর্বের শেষ দুই দিনের ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। পয়েন্ট টেবিলে প্রতিটি দলের সমীকরণের হিসাব নিকাশ ক্রমেই কঠিন হতে যাচ্ছে।

বিপিএলে সিলেট পর্বের দুই দিনের বিরতির শেষদিনে মাঠে বসেছিল দেশী-বিদেশি ক্রিকেটারদের মিলনমেলা। সকালে মাঠে অনুশীলনে নেমেছিল রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও স্বাগতিক দল সিলেট স্টাইকার্স।

এদিন ঐচ্ছিক অনুশীলনে ব্যাটিং এ ঘাম ঝরিয়েছেন রংপুর রাইডার্সের মিডিল অর্ডারের ভরসা ক্যাপ্টেন সোহান ও মোহাম্মদ নাবি। তবে অনুশীলনে দেখা যায়নি সাকিব আল হাসানকে।

ফরচুন বরিশাল গত ম্যাচের মারকুটে জয়ের পর টেবিলের ৫ এ অবস্থান করছে। তবে দলের সতীর্থদের সাথে না গিয়ে দলের ক্যাপ্টেন তামিম ইকবাল নিজের ব্যাটিংয়ে শান দিচ্ছেন ট্রেনিং গ্রাউন্ডে। কঠোর পরিশ্রমে নিজেকে প্রমাণ করার দৃঢ় প্রত্যয় দেখা গিয়েছে আগ্রাসী এ অনুশীলনে।

অন্যদিকে স্বাগতিক সিলেট স্টাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস আগামীকাল দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচকে সামনে রেখে ফুরফুরে মেজাজে অনুশীলন সেরে নিয়েছে। টেবিল পয়েন্ট দুইয়ে থাকা কুমিল্লার লক্ষ্য টপে ওঠা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সহকারী কোচ হুমায়ুন কবির বলেন, 'সামনের ম্যাচগুলো ম্যাচ বাই ম্যাচ জেতার জন্য খেলবো। আমরা আগের বছরের চ্যাম্পিয়ন দল, খেলোয়াড়রা সেভাবেই প্রস্তুত আছে। পয়েন্ট টেবিল নিয়ে বাড়তি চিন্তা করছি না আমরা।'

অন্যদিকে সিলেট হারের বৃত্তে আটকে থাকা এবং মাশরাফির বিরতিতেও জয় ছাড়া বিকল্প দেখছেন না। সিলেট স্টাইকার্সের বোলার রেজাউর রহমান রাজা বলেন, 'পাঁচ ম্যাচ হারার পরও সেভাবে আমরা চিন্তা করছি না। কারণ আমাদের হাতে এখনও সাতটা ম্যাচ আছে। আমরা একটা করে ম্যাচে ফোকাস করছি। আশা করি ভালো হবে।'

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইগার্স ও চট্রগ্রাম চ্যালেঞ্জার্স দুপুরে ব্যস্ত সময় পার করছেন অনুশীলনে।

এসএস