আইসিসি ফেব্রুয়ারির সেরা ক্রিকেটার জয়সোয়াল

ক্রিকেট
এখন মাঠে
0

ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন যশস্বী জয়সোয়াল। ফেব্রুয়ারি মাসে আইসিসি সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের জয়সোয়াল।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি তরুণ এ ব্যাটারের। সেরা হতে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন এবং শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাকে।

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে চলমান হিসেবে জয়সালই এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক। ৯ ম্যাচে ৬৮ দশমিক পাঁচ তিন গড়ে তিনি করেছেন এক হাজারের বেশি রান।

সেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। ফেব্রুয়ারি মাসে ২২৯ রানের পাশাপাশি তিনি ৭টি উইকেট শিকার করেন এই অজি ক্রিকেটার।