ফিলিস্তিনের পাশে পিএসএল চ্যাম্পিয়নরা

ক্রিকেট
এখন মাঠে
0

যুদ্ধবিধ্বস্ত গাজার তহবিলে অভিনব পদ্ধতিতে অর্থ দান করলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জয়ী ইসলামাবাদ ইউনাইটেড। দলটির রান ও উইকেট প্রতি হিসেব করে প্রায় ২৪ লাখ পাকিস্তানি রুপি ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত মানুষের সাহায্যে অনুদান দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির স্পন্সর প্রতিষ্ঠান।

পিএসএলের ইমাদ ওয়াসিমের রেকর্ডগড়া ফাইনালে মুলতান সুলতানকে হারায় ইসলামাবাদ ইউনাইটেড। দ্বিতীয়বার পিএসএলের ট্রফি জয়ের থেকেও শাদাব খানের দলটি বেশি আলোচনায় অন্য কারণে।

ফাইনাল শেষে উল্লাসিত ইসলামাবাদের ক্রিকেটাররা পুরো মাঠ প্রদক্ষিণ করেছে ফিলিস্তিনের পতাকা নিয়ে। এভাবেই ফিলিস্তিনির পক্ষে নিজেদের অবস্থানের কথা জানায় ইসলামাবাদের ক্রিকেটাররা।

অথচ এর আগে পিএসএলের মাঠে ফিলিস্তিনের পতাকা ও ব্যানার নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল সমর্থকদের জন্য। তবে ক্রিকেটারদের জন্য নিষেধাজ্ঞা ছিল না। সে কারণেই ম্যাচ জয়ের পর নাসিম শাহ, শাদাব খানরা নির্দ্বিধায় উড়িয়েছেন ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়া দেশটির পতাকা। তবে ওই সময় তাদের সাথে ছিলেন না কোনো বিদেশি ক্রিকেটার।

শুধু পতাকা হাতেই যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনির পক্ষে প্রচারণা করেনি ফ্র্যাঞ্চাইজিটি। ঘোষণা দিয়েছে অর্থ প্রদানের, ইসলামাবাদ ইউনাইটেডের ক্রিকেটারদের এমন উদ্যোগের সঙ্গে অর্থ নিয়ে যোগ দিয়েছে দলটির স্পন্সর ফুডপান্ডাও।

প্রতিষ্ঠানটি ম্যাচের আগে ঘোষণা করে দলের প্রতিটি রানের জন্য ১০ হাজার এবং প্রতিটি উইকেটের জন্য এক লাখ পাকিস্তানি রুপি ফিলিস্তিনের অসহায় মানুষদের দান করা হবে। ফাইনাল শেষে যা দাঁড়িয়েছে রানের জন্য ১৮ লাখ ৯০ হাজার ও উইকেটের জন্য ৫ লাখ পাকিস্তানি রুপি। সবমিলিয়ে মোট ২৩ লাখ ৯০ হাজার রুপি গাজার তহবিলে দান করেছে স্পন্সর প্রতিষ্ঠানটি।

এছাড়া পিএসএলের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্রাইটো পেইন্টও দিয়েছিল অভিনব ঘোষণা। আসরের প্রতিটি হাফ সেঞ্চুরির জন্য গাজাবাসীদের ৫০ হাজার রুপি দেয়া হবে। টুর্নামেন্টটির ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ওই অর্থ আয়োজকদের হাতে তুলে দেয়া হয়।

সেজু