১০০ টাকায় উপভোগ করা যাবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের প্রথম টেস্ট

ক্রিকেট
এখন মাঠে
0

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন মিরপুর টেস্টের দেখার জন্য টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ১০০ টাকায় উপভোগ করা যাবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট।

একদিন পরেই শুরু হতে যাচ্ছে মিরপুর টেস্ট। একশ থেকে এক হাজার টাকার মধ্যে মিলবে বিভিন্ন স্ট্যান্ডের টিকিট। সবচেয়ে বেশি মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট, এই স্ট্যান্ডের জন্য গুণতে হবে ১০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ৫০০ টাকা, ক্লাব হাউস থেকে খেলা দেখতে খরচ করতে হবে ৩০০ এবং নর্থ/সাউথ স্ট্যান্ডের মূল্য ২০০ টাকা আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেইটে বসবে প্রথম টেস্টের টিকিট বুথ। আগামীকাল সকাল ১০টা থেকে স্টেডিয়াম বুথে পাওয়া যাবে ম্যাচ টিকিট।

সেজু