প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা উইন্ডিজের

ক্রিকেট
এখন মাঠে
0

অ্যান্টিগায় প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করছে উইন্ডিজ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৭ রান।

এদিন, শুরুতেই ক্রিজে সেট হওয়া জশুয়া সিলভাকে ফেরান পেসার হাসান মাহমুদ। প্যাভিলিয়নে ফেরার আগে ২৩ বলে ১৪ রান করেন এই ব্যাটার।

আগের দিন পেসারদের বল শুরুতে দেখেশুনে খেললেও তাসকিনের জোড়া আঘাতে স্কোরবোর্ডে ২৫ রান তুলতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবীয়রা।

তৃতীয় উইকেট জুটিতে মিকাইল লুইস ও কাভেম হজের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। যদিও রানআউট হয়ে ফিরতে হয় হজকে। চতুর্থ উইকেট জুটিতে মিরাজ-তাইজুলদের ওপর চড়াও হলেও সেঞ্চুরির একেবারে কাছে গিয়ে ৯৭ রান করেই ফিরতে হয় লুইসকে।

একই পথ ধরেন অ্যাথানজও। ৯০ রান করেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। শেষ বিকেলে এই দুই ব্যাটারকে ফেরান তাইজুল ও মিরাজ।

এএইচ