পাঁচ উইকেট পেলেই স্টার্ক স্পর্শ করবেন ৪০০ উইকেটের মাইলফলক। গোলাপি বলে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৭৪টি উইকেট আছে তার। ৯৯ ম্যাচ খেলে এই পেসারের উইকেট এখন ৩৯৫।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রাকে পেছনে ফেলার জন্য লায়নের দরকার মাত্র ২ উইকেট। সেটা পেলেই তিনি উঠে যাবেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয়তে।
২৫৯ ইনিংসে লায়নের উইকেট সংখ্যা ৫৬২। আর ম্যাকগ্রা ২৪৩ ইনিংসে নিয়েছিলেন ৫৬৩ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি শেন ওয়ার্নের উইকেট সংখ্যা ২৭৩ ইনিংসে ৭০৮।