পুরুষ বর্ষসেরা ক্রিকেটারদের মধ্যে বেশ এগিয়েই ছিলেন ট্রাভিস হেড। ২০২৪ সালে তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে চার সেঞ্চুরিতে মোট ১ হাজার ৪২৭ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে ২০৮ ভোট পান হেড। তার পিছে থাকা জশ হ্যাজেলউড পান ১৫৮ ভোট। এছাড়া দেশটির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও হন এই হেড।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে হ্যাজেলউডের চেয়ে এক ভোট ও টি-টোয়েন্টির দৌড়ে অ্যাডাম জাম্পার চেয়ে মাত্র চার ভোট পিছিয়ে ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্মেন্সে বর্ষসেরা হয়েছেন বিউ ওয়েবস্টার এবং নারীদের ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন জর্জিয়া ভোল। নারী বিভাগের সেরা হিসেবে বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন পেস বোলিং অলরাউন্ডার সাদারল্যান্ড।