আবারো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার ট্রাভিস, নারীদের সেরা অ্যানাবেল সাদারল্যান্ড
ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হয়ে অ্যালান বোর্ডার মেডেল জিতলেন ট্রাভিস হেড। আর প্রথমবারের মতো নারীদের বর্ষসেরার পদক বেলিন্ডা ক্লার্ক মেডেল জিতেছেন ২৩ বছরের অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।