সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অগ্নিপরীক্ষা। টুর্নামেন্টে বাঁচা মরার লড়াইয়ে শক্তিশালী নিউজিল্যান্ডের সামনে লাল-সবুজরা। রাওয়ালপিন্ডির রান প্রসব পিচে বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে তানজিদ-সৌম্যদের।
ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ড-বাংলাদেশ পরস্পর মুখোমুখি হয়েছে ৪৫ বার। যার মাঝে কিউইদের জয় ৩৩ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ১১টিতে। পরিত্যক্ত হয়েছে ১টি ম্যাচ। শক্তিমত্তায় নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও কন্ডিশন বিবেচনায় দারুণ উপভোগ্য ম্যাচের অপেক্ষায় ভক্তরা।
বাংলাদেশের বিপক্ষে সবশেষ ৫ ম্যাচে ৪ টিতেই আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে স্যাটনার বাহিনী। যদিও সবশেষ নেপিয়ারে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারানোর সুখস্মৃতি আছে বাংলাদেশের।
বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘আমরা জানি নিউজিল্যান্ড শক্তিশালী দল। আমাদের প্রথম কাজ হবে ওদেরকে ওদের সেরা খেলাটা খেলতে না দেওয়া। মাহমুদুল্লাহর আজকে ফিটনেস টেস্ট হবে। তারপর আমরা টিম কম্বিনেশন নিয়ে ভাববো।’
কিউইদের বিপক্ষে ঘরের মাঠে সর্বনিম্ন ১৭৪ রান ডিফেন্ড করে জিতেছে বাংলাদেশ। এছাড়া সর্বোচ্চ ৩০৬ রান চেইজ করেও জয়ের ইতিহাস আছে শান্ত বাহিনীর।
বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘শেষ ৫ ম্যাচে আমরা দুইটি ৩০০ প্লাস স্কোর করেছি। ব্যাটাররা প্রথম ১০/১৫ ওভার ভালো ব্যাটিং করলে দারুণ কিছু সম্ভব।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৭৯২ রান করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৬৯ রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকার। সবচেয়ে বেশি ১৭ টি ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুটি করে সেঞ্চুরি আছে সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদের। সর্বোচ্চ ৬টি ফিফটি তামিম ইকবালের। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৮ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। সেরা বোলিং ফিগার রুবেল হোসেনের ২৯ রানে ৬ উইকেট।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে দারুণ ছন্দে স্যাটনার বাহিনী। ব্রেইসওয়েল, চ্যাপম্যান, ল্যাথাম, কনওয়েদের নিয়ে গড়া নিউজিল্যান্ড বেশ শক্তিশালী দল। অপরদিকে ভারতের বিপক্ষে মাত্র ২২৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। তৌহিদ হৃদয় সেঞ্চুরি পেলেও টপ অর্ডারের রান খরা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হবে।
নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যাটনার বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। তবে রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিং বান্ধব। আমরা কন্ডিশন বিবেচনা করে আগাতে চাই।’
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ২৭ ম্যাচে আগে ব্যাটিং করা দল জিতেছে ১১ বার। চেইজ করা দল জিতেছে ১৫ বার। গড়ে প্রথম ইনিংসে রান হয়েছে ২৫০। বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই দলই প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে লড়াইয়ে নামবে। জয় পেলেই সেমিফাইনালে একপা দিবে নিউজিল্যান্ড, অপরদিকে জয় দিয়েই টুর্নামেন্টে টিকে থাকার প্রত্যাশা লাল-সবুজদের।