ফ্রেঞ্চ ওপেনের সেমি ফাইনালে নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ
অন্য সব খেলা
এখন মাঠে
0

অ্যালেক্সান্ডার জেভেরভকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমি ফাইনালে উঠলেন ৩৮ বছর বয়সী নোভাক জোকোভিচ। ১৯৬৮ সালের পর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে সেমি ফাইনালে উঠলেন এই টেনিস তারকা।

সেমি ফাইনালে উঠার পথে তিনি প্রথম সেটে ৪-৬ গেমে হারলেও পরে টানা ৩ সেট জিতে জায়গা পাকা করেন। এ নিয়ে রোলা গারোসে নিজের ১০১ তম ম্যাচ জিতলেন জোকোভিচ।

সেমিতে তার প্রতিপক্ষ ইয়ানিক সিনার। যিনি সরাসরি সেটে হারিয়েছেন অ্যালেক্সান্ডার বুবলিককে। হেড টু হেড রেকর্ডে ৪-৪ অবস্থায় আছেন দুই তারকা।

নিজেদের সর্বশেষ ৩ দেখায় ৩টিতে জয় লাভ করেছেন সিনার। ২০২৩ সালে ইউ এস ওপেন জেতার পর আরেকটি মেজর ট্রফির অপেক্ষায় নোভাক।

এএইচ