আইপিএলে আজ মাঠে নামছে লখনৌ সুপার জায়ান্টস-পাঞ্জাব কিংস

ক্রিকেট
এখন মাঠে
0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ (মঙ্গলবার, ১ এপ্রিল) মাঠে নামছে লখনৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস। দু'দলের ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

এবারের আসরে এখন পর্যন্ত দু'টি ম্যাচ খেলেছে লখনৌ। প্রথমটি হারলেও দ্বিতীয় ম্যাচ জিতেছে রিশভ পন্তের দল। নিজেদের তৃতীয় ম্যাচ বড় ব্যবধানে জিতলে, পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ থাকবে লখনৌ'র সামনে।

অন্যদিকে টুর্নামেন্টে একটি মাত্র ম্যাচ খেলেছে পাঞ্জাব কিংস। সে ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে জয় পেয়েছে শ্রেয়াস আইয়াররা। মূলত ব্যাটারদের পারফরম্যান্সে ভর করে দুই পয়েন্ট পায় পাঞ্জাব কিংস।

এসএস