ডিপিএল: পারিশ্রমিক দিলেও একাদশে নেই আন্দোলনে নেতৃত্ব দেয়া খেলোয়াড়রা

ক্রিকেট
এখন মাঠে
0

ক্রিকেটারদের হুঁশিয়ারির পর এবার নড়েচড়ে বসেছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল পারটেক্স স্পোর্টিংয়ের ক্লাব কর্তারা। আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) ম্যাচের আগেই ক্রিকেটারদের ৮০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে ক্লাবটি। তবে ক্রিকেটারদের অভিযোগ, পারিশ্রমিক ইস্যুতে আন্দোলনে নেতৃত্ব দেয়া খেলোয়াড়দের একাদশে সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে মাঠেই দলটির কোচের সাথে তর্কে জড়ান ক্রিকেটার জসিম উদ্দিন।

মাঠে চলছে দলের খেলা, মাঠের বাইরে পারটেক্স স্পোর্টিং ক্লাবের কোচ আনোয়ারুল মোস্তাকিমের সাথে তর্কে মেতেছেন দলটির উইকেট কিপার ব্যাটার জসিম উদ্দিন। গাজী গ্রুপের বিপক্ষে একাদশে সুযোগ না মেলায় কোচের কাছের জসিমের প্রশ্ন, কী কারণে জায়গা হয়নি একাদশে?

গতকাল (বুধবার, ৯ এপ্রিল) নতুন করে অস্থিরতা দেখা দেয় দেশের ঘরোয়া ক্রিকেটে। ডিপিএলে পারিশ্রমিক না মেলায় অনুশীলন বর্জন করেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বিসিবি বরাবর চিঠি দিয়ে ক্রিকেটাররা হুঁশিয়ারি দেন, অর্থ না পেলে বৃহস্পতিবারের ম্যাচে অংশ নেবে না কোনো ক্রিকেটার।

আরো পড়ুন:

ক্রিকেটারদের এমন দাবির মুখে পারিশ্রমিকের ৮০ শতাংশ পরিশোধ করেছেন ক্লাবটির কর্তারা। তবে অভিযোগ আছে, বুধবারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া ক্রিকেটারদের ছাড়াই গাজী গ্রুপের বিপক্ষে একাদশ সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে সাব্বির রহমানের কাঁধে এতদিন দলটির অধিনায়কের দায়িত্ব থাকলেও বৃহস্পতিবারের ম্যাচে তা দেয়া হয়েছে দলের অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে। কোচের সাথে মনোমালিন্যের জের ধরেই অধিনায়কত্ব হারিয়েছেন সাব্বির, যে কারণে আগের ম্যাচেও ছিলেন একাদশের বাইরে। পারটেক্স কোচ আনোয়ারুল মোস্তাকিমই যেন দলটার অধিকাংশ ক্রিকেটারের কাছে চোখের বালি।

এসএস