ডিপিএলে ফিক্সিং গুঞ্জন; গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের ম্যাচ তদন্তের ঘোষণা বিসিবির

ক্রিকেট
এখন মাঠে
0

ফিক্সিংয়ের গুঞ্জনের মধ্যে এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ম্যাচটি তদন্তের ঘোষণা দিয়েছে বিসিবি।

গতকাল (বুধবার, ৯ এপ্রিল) অনুষ্ঠেয় ম্যাচটিতে শাইনপুকুরের ব্যাটারদের ইচ্ছা করে উইকেট বিলিয়ে দেয়ার ঘটনায় ফিক্সিংয়ের গুঞ্জন ওঠে।

শেষ উইকেটে জয়ের জন্য শাইনপুকুরের যখন প্রয়োজন মাত্র ৬ রান তখনই ক্রিজের বাইরে বেরিয়ে এসে স্ট্যাম্প আউট হয়ে যান উইকেটকিপার ব্যাটসম্যান মিনহাজুল আবেদিন সাব্বির।

যেখানে দেখা যায়, ডাউন দ্যা উইকেটে এসে বলের নাগাল না পেয়ে আবারও ফিরতে চাইলেও, লাইনে ব্যাট না রেখে সরিয়ে নেন তিনি।

এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় কঠিন সমালোচনা। সমালোচনা করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভরা।

এবার ম্যাচটি তদন্তের ঘোষণা দিয়েছে বিসিবি।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, দুর্নীতিবিরোধী ইউনিট আকু এবং লিগের টেকনিক্যাল কমিটি ম্যাচটি তদন্ত করবে।

ক্রিকেটে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণাও দিয়েছে বিসিবি।

এসএইচ