আপাতত অস্ত্রোপচার প্রয়োজন নেই তাসকিনের

ক্রিকেট
এখন মাঠে
0

গোড়ালির ইনজুরিতে আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের। ইংল্যান্ডে তিনজন চিকিৎসকের পরামর্শের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, গেল ২৯ ও ৩০ এপ্রিল ইংল্যান্ডে দুই চিকিৎসকের সঙ্গে দেখা করেন তাসকিন। বৃহস্পতিবার (২ মে) তাকে নেয়া হয় আরও একজন চিকিৎসকের কাছে।

পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন চিকিৎসকই জানিয়েছেন, আপাতত করাতে হবে না অস্ত্রোপচার। রিহ্যাব করলেই খেলতে পারবেন অভিজ্ঞ এই ডানহাতি পেসার। আগামী ৫ মে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরবেন তাসকিন আহমেদ।

সেজু