ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে হত্যার হুমকি!

ভারতীয় পেসার মোহাম্মদ শামি
ক্রিকেট
এখন মাঠে
0

মেইলে হত্যার হুমকি পেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। গত রোববার (৪ মে) মেইলে এমন হুমকি পান শামি। এরপরই উত্তর প্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে সোমবার এফআইআর করা হয়েছে।

এফআইআর নিবন্ধন করা হয়েছে সামির ভাই হাসিবের পক্ষ থেকে, যেখানে হুমকি দাতা হিসেবে রাজপুত সিন্দারের নাম উল্লেখ করা হয়েছে।

মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি শামির কাছে ১ কোটি রুপি দাবি করেন হুমকিদাতা। গেল মাসে ভারতের কোচ গৌতম গম্ভীরকেও মেইলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এসএইচ