এফআইআর নিবন্ধন করা হয়েছে সামির ভাই হাসিবের পক্ষ থেকে, যেখানে হুমকি দাতা হিসেবে রাজপুত সিন্দারের নাম উল্লেখ করা হয়েছে।
মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি শামির কাছে ১ কোটি রুপি দাবি করেন হুমকিদাতা। গেল মাসে ভারতের কোচ গৌতম গম্ভীরকেও মেইলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।