এই ম্যাচে ১৯৮ ডিসমিসাল নিয়ে খেলতে নামেন ৪৩ বছর বয়সী ধোনি। অষ্টম ওভারে আফগান স্পিনার নুরের বলে নারাইনকে স্টামড ও রাঘুভানসির ক্যাচ নিয়ে পৌঁছান এই মাইলফলকে।
২৫৯ ইনিংসে ধরা দিলো ধোনির এই অর্জন। ২০০ ডিসমিসালে ক্যাচ ১৫৩ টি ও স্টাম্পিং ৪৭ টি।
এখনো খেলছেন এমন ক্রিকেটারের মধ্যে ধোনির পরে আছে রিশাভ পান্থ। ১১২ ইনিংসে তার ডিসমিসাল ১০০ টি। ভারতীয় এই লিগে সর্বোচ্চ ম্যাচ খেলা ও নেতৃত্ব দেবার রেকর্ডও বগলদাবা করে রেখেছেন ধোনিই।