ভারত-পাকিস্তান সংঘাত: পিএসএলের ভেন্যু পরিবর্তন

পিএসএলের ট্রফি
ক্রিকেট
এখন মাঠে
0

ভারত-পাকিস্তানের চলমান সংঘাতময় পরিস্থিতিতে পিএসএলের ভেন্যু পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। পাকিস্তান সুপার লিগের বাকি থাকা ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

চলতি মৌসুমে পিএসএলের বাকি রয়েছে আরও আটটি ম্যাচ। ভেন্যু পরিবর্তন হলেও বাকি ম্যাচের সময়সূচি এখনও জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচী কিংস ও পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা থাকলেও ড্রোন হামলায় স্টেডিয়ামে কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ায় এক জরুরি বৈঠকে ম্যাচটির সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।

এএইচ