চলতি মৌসুমে পিএসএলের বাকি রয়েছে আরও আটটি ম্যাচ। ভেন্যু পরিবর্তন হলেও বাকি ম্যাচের সময়সূচি এখনও জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে করাচী কিংস ও পেশোয়ার জালমির মুখোমুখি হওয়ার কথা থাকলেও ড্রোন হামলায় স্টেডিয়ামে কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হওয়ায় এক জরুরি বৈঠকে ম্যাচটির সূচি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।