হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ

হোয়াইটওয়াশের প্রত্যাশায় মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট
এখন মাঠে
0

নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। সিলেটে ম্যাচ শুরু হবে শনিবার সকাল ৯টায়।

প্রথম দুই ম্যাচ দাপটের সাথে জিতেই ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। প্রথম ম্যাচে বোলারদের দাপটে সফররতদের দেড়শর আগেই গুটিয়ে দিয়ে সাত উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা।

দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহান-মাহিদুল অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে প্রায় সাড়ে তিনশো রানের সংগ্রহ পায়। জবাবে কিউইরা থামে ২৫৭ তেই। তৃতীয় ওয়ানডের আগে স্কোয়াডে এসেছে চার পরিবর্তন।

পারভেজ ইমন, শামীম, তানভীর শরিফুলের পরিবর্তে সুযোগ পেয়েছেন অমিত হাসান, আফিফ হোসেন, নাসুম ও মুকিদুল মুগ্ধ। ওয়ানডে সিরিজ শেষে দু'টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড 'এ' দল। সিলেটে প্রথমটি ১৪ মে ও দ্বিতীয়টি ঢাকায় ২১ মে শুরু হবে।

এএইচ