টেস্টে থামতে চান কোহলি, সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বোর্ডের

ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি
ক্রিকেট
এখন মাঠে
0

ভারতীয় ক্রিকেট বোর্ডকে টেস্ট ফরম্যাটে খেলতে না চাওয়ার কথা জানিয়ে দিয়েছেন ভিরাট কোহলি। ইংল্যান্ড সিরিজের আগে কোহলিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রোহিত শর্মার পর টেস্ট থেকে অবসরের পথে ভারতীয় ব্যাটিং লিজেন্ড ভিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন, আর টেস্ট ক্রিকেট খেলতে চান না তিনি।

গেল বুধবার (৭ মে) টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। কোহলি এখনো আনুষ্ঠানিকভাবে না জানালেও টেস্ট না খেলার পক্ষেই তিনি।

জুন মাসে ইংল্যাল্ড সফর করবে ভারত। রোহিতের পর কোহলিও অবসরে গেলে বিদায়ী টেস্টের সুযোগ থাকবেনা তার। ভারতের হয়ে ১২৩ টেস্টে ৪৬ দশমিক ৮৫ গড়ে করেছেন ৯ হাজার ২৩০ রান; সেঞ্চুরি ৩০টি হাফ সেঞ্চুরি ৩১টি।

গেল অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে অবসরের কথা ভাবছিলেন কোহলি। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি পেলেও বাকি টেস্ট গুলোতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি। গেলো বছর ১০ টেস্টে মাত্র ২২ দশমিক ৪৭ গড়ে করেছেন মাত্র ৩৮২ রান।

ফর্ম কিছুটা পড়তির দিকে থাকলেও ইংল্যান্ড সিরিজের আগে অবসরের ব্যাপারে পুনর্বিবেচনা করতে বলেছে ভারতীয় বোর্ড। কোহলির অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট।

২০১৪ সালে ইংল্যান্ড সফরে ১০ ইনিংসে মাত্র ১৩৪ রান করেন। অবশ্য ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৫৯ দশমিক ৩০ গড়ে করেন ৫৯৩ রান।

২০২১ সালে ইংল্যান্ড সফরে ৫ ম্যাচে ২৭ দশমিক ৬৬ গড়ে ৫ ম্যাচে করেছেন ২৪৯ রান। ইংল্যান্ডে ১৭ টেস্টে ৩৩ দশমিক ২১ গড়ে করেছেন ১০৯৬ রান। দুই সেঞ্চুরির সাথে আছে ৫টি অর্ধ শতক। সেরা ইনিংস ছিল ১৪৯ রানের।

তবে ইংল্যান্ড সিরিজে কোহলি যদি না খেলেন তবে একদম আনকোড়া এক দল নিয়েই সিরিজ খেলতে যাবে ভারত। সেই সাথে রোহিতের উত্তরসূরি হিসেবে নতুন এক টেস্ট অধিনায়ক পেতে যাচ্ছে টিম ইন্ডিয়া।

এসএইচ