অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ক্যাপিটালস। নিজেদের ফেসবুক ভেরিফায়েড পেজে এমনটিই নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টের বাকি অংশ থেকে নাম প্রত্যাহার করেছেন ম্যাকগার্ক। ট্রিস্টিয়ান স্টাবস ও মিচেল স্টার্কের অংশগ্রহণও অনিশ্চিত। এতেই কপাল খুললো মুস্তাফিজের।
এর আগে টুর্নামেন্টের মেগা নিলামে অবিক্রিত ছিলেন ফিজ। ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার (৮ মে) স্থগিত করা হয়েছিল আইপিএলের খেলা। এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের ১৭ মে মাঠে গড়াচ্ছে এবারের টুর্নামেন্টটি।