আইপিএল খেলতে দিল্লি যাচ্ছেন মুস্তাফিজ, পেলেন বিসিবির ছাড়পত্র

মুস্তাফিজুর রহমান
ক্রিকেট
এখন মাঠে
0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে ডাক পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেলেও মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা নিয়ে কিছুটা শঙ্কা জেগেছিল। অবশেষে সব শঙ্কা কাটিয়ে বিসিবি থেকে ছাড়পত্র পেলেন তিনি।

এবারের আইপিএলের শেষ অংশের জন্য ছয় কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল দিল্লি। তিনি এখন বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাতে অবস্থান করছেন। আগামীকাল (রোববার, ১৭ মে) থেকে সেখানে শুরু হবে টি-২০ সিরিজ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মোস্তাফিজকে আইপিএল খেলার জন্য ছাড়পত্র দেয়া হয়েছে। আগামী ১৮ থেকে ২৪ মে পর্যন্ত এই ছাড়পত্রের মেয়াদ থাকবে।

ধারণা করা হচ্ছে, আইপিএলে খেলতে যাওয়ার আগে ১৭ মে বাংলাদেশ-আরব আমিরাত প্রথম টি-২০তে মাঠে নামবেন মুস্তাফিজ। আগামী ১৮ মে গুজরাটের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের আসরে প্রথমবারের মতো খেলার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের।

এসএস