টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ডে সাকিবের নাম

লাহোর কালান্দার্সের টিমমেটদের সাথে সাকিব
ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ডাক মারার রেকর্ড এখন সাকিব আল হাসানের।  দীর্ঘ বিরতির পর পিএসএলে খেলতে নেমে পরপর দুই ম্যাচে শূন্য রান করে ড্রেসিংরুমে ফেরেন তিনি। গত ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনি সাদামাটা বোলিংয়ে পাননি কোনো উইকেটও।

দুইবারের চ্যাম্পিয়ন লাহোরকে ফাইনালে তুলেছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন, কিন্তু একই সময়ে পুরোদমে ব্যর্থ সাকিব আল হাসান। ব্যাট-বল দুই বিভাগেই চরম হতাশার দিন পার করেছেন তিনি। 

একইসঙ্গে গড়েছেন লজ্জার এক রেকর্ড। এতদিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি ছিল সৌম্য সরকারের দখলে। সবমিলিয়ে ৩২ বার টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়ে সৌম্যকে ছাড়িয়ে গেলেন সাকিব। 

ব্যাটিংয়ে কোন অবদানই রাখতে পারেননি। বল হাতেও সাকিব ছিলেন সাদামাটা। ৩ ওভারে ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। 

সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বাধিক ডাক মারার তালিকায় সাকিব আট এবং সৌম্য আছেন নয় নম্বরে। সর্বোচ্চ ৪৮টি ডাক নিয়ে সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনীল নারিন।

এসএইচ