ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানালেন জাতীয় দলের ক্রিকেটাররা

জাতীয় দলের ক্রিকেটারদের ঈদ উদযাপন
ক্রিকেট
এখন মাঠে
0

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক, তাসকিন, মুস্তাফিজসহ জাতীয় দলের ক্রিকেটাররা।

ঈদুল ফিতরে ক্রিকেট সূচির ব্যস্ততা থাকলেও ঈদুল আজহাতে পরিবারের সঙ্গে ঈদ পালন জাতীয় দলের ক্রিকেটাররা। মুশফিকুর রহিম ঈদ মাঠে নামাজ আদায় করার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সস্ত্রীক ছবি পোস্ট করে ঈদের বার্তা দিয়েছেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। এছাড়াও নিজ নিজ টাইমলাইনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মেহেদি মিরাজ ও এবাদত হোসেনরা।

এএইচ