ম্যাচের সপ্তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আগেহোয়া। প্রথমার্ধ কোনো গোলের দেখা না পাওয়া মেসির দল দ্বিতীয়ার্ধের শুরুতেই মাতে গোল উল্লাসে।
মার্কেলো উইগানড্টের ক্রস থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান ভেনেজুয়েলান মিডফিল্ডার টেলাসকো সেগোভিয়া। ৭ মিনিটের ব্যবধানে দুর্দান্ত ফ্রি কিকে বল জালে পাঠান আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
পরে আর সমতায় ফিরতে পারেনি পর্তুগিজ জায়ান্ট পোর্তো। এ জয়ে আসরে টানা দুই ম্যাচে পূর্ণ পয়েন্ট অর্জনে পরের রাউন্ডে যাওয়ার আশা বাচিয়ে রাখল মায়ামি।
এদিকে দিনের অন্য ম্যাচে বোতাফোগোর কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। এক জয়ে প্যারিস জায়ান্ট আছে টেবিলে তিনে।