প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দুইবার দুই টেস্টের সব ইনিংসে সেঞ্চুরির রেকর্ডটাও তার। তবে এমন কীর্তির পরও সমালোচনার মুখে টাইগার ক্যাপ্টেন।
১৯ মাস, ২০ ইনিংস সেঞ্চুরির দেখা নেই। সিরিজ শুরুর আগে নেতৃত্বও হারিয়েছেন অন্য দুই সংস্করণে। ছিল প্রত্যাশার চাপ। সমালোচনাও কম সইতে হয়নি। নানা চাপ মাথায় নিয়ে সেঞ্চুরির পর সেঞ্চুরি।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি। পৃথিবীতে এমন কীর্তির সংখ্যা প্রায় শ'খানেক। তবে বাংলাদেশের ক্রিকেটে বেশ বিরলই। সবমিলিয়ে মাত্র তিনবার। এরমধ্যে দুইবারই করলেন নাজমুল শান্ত। ঠিক দুই বছর আগে জুনে আফগানিস্তানের বিপক্ষে এমন কীর্তির পর এবার করলেন শ্রীলঙ্কার বিপক্ষে।
আরো একটা জায়গায় অনন্য শান্ত। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে এমন কীর্তি গড়লেন তিনি। একইসঙ্গে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে এমন মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৭ বছর আগে মুমিনুল হক এমন কীর্তি গড়লেও সেবার অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
অধিনায়ক হিসেবে ১৮বার এমন কীর্তি দেখেছে ক্রিকেট দুনিয়া। এরমধ্যে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং একাই করেছেন তিনবার। সে হিসেবে ক্রিকেট বিশ্বের ১৬তম অধিনায়ক হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দেখা পেলেন শান্ত।