মিরাজকে অধিনায়ক করে ওয়ানডে দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দল
ক্রিকেট
এখন মাঠে
0

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। প্রায় দুই বছর পর আবার জাতীয় দলে মোহাম্মদ নাইম শেখ। অফফর্মের কারণে বাদ পড়লেও সম্প্রতি বিপিএল আর ডিপিএলে পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি।

দলে ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের দলে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়। আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ও লিটন দাস।

দুই বিশেষজ্ঞ স্পিনার আর পাঁচ পেসার থাকছেন লঙ্কান ব্যাটারদের সামাল দিতে। পেস বিভাগে বড় খবর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের ফিরে আসা। লম্বা সময় ধরে ইনজুরির সঙ্গে লড়ে ফিরছেন তাসকিন।

অন্যদিকে মুস্তাফিজ আঙুলের ইনজুরিতে পড়েছিলেন আইপিএলে খেলতে গিয়ে। লঙ্কানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে তাকেও।

আগামী ২ জুলাই কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে হবে পাল্লেকেলেতে।

এসএস